এতদ্বারা ভূমি মালিক/ক্ষতিগ্রস্থ ব্যক্তি/স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণকে এই মর্মে অবগত করা যাচ্ছে যে, নিন্মতফসিল বর্ণিত সম্পত্তি খুলনা সড়ক বিভাগাধীন বেতগ্রাম- তালা- পাইকগাছা- কয়রা সড়ক ( জেড-৭৬০৪) যথাযথ মানে উন্নীত করণ শীর্ষক প্রকল্পের আওতায় বাক সরলী করণের লক্ষ্য়ে জনপ্রয়োজন ও জন স্বার্থমূলক উদ্দেশ্যে প্রয়োজন, সেহেতু এক্ষণে স্থাবর সম্পত্তি অধীগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন) এর ৪ ধারার অধীনে ২৫/০৭/২০২৩ খ্রি. প্রাথমিক নোটিশ জারি করা হয়। নোটিশ জারির পর ভূমি মালিক/ক্ষতিগ্রস্থ ব্যক্তি/স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের উপস্থিতিতে জেলা প্রশাসকের প্রতিনিধি ও প্রত্যাশী সংস্থার প্রতিনিধির সমন্বয়ে সরেজমিন তদন্ত করে বিস্তারিত তথ্যাদি উল্লেখ পূর্বক নির্ধারিত ছকে যৌথ তদন্তের ফিল্ডবহি প্রস্তুত করা হয়েছে।
অত্র গণবিজ্ঞপ্তি প্রকাশের ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে যৌথ তালিকা/ ফিল্ডবুকে অবকাঠামো/ঘরবাড়ি অন্তর্ভূক্ত না হওয়ার বিষয়ে বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের নিকট ও জমির মালিকানা/ স্বার্থ সংশ্লিষ্টতা সম্পর্কিত বিষয়ে জেলা প্রশাসক, খুলনা মহোদয়ের নিকট আবেদন/ আপত্তি দায়ের করিতে পারবেন।
এল, এ কেস নং- ০৭/২০২২-২৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস