বেতগ্রাম- তালা- পাইকগাছা- কয়রা সড়ক ( জেড-৭৬০৪) যথাযথ মানে উন্নীত করণ শীর্ষক প্রকল্পের আওতায় বাক সরলী করণের লক্ষ্য়ে জনপ্রয়োজন ও জন স্বার্থমূলক উদ্দেশ্যে প্রয়োজন, সেহেতু এক্ষণে স্থাবর সম্পত্তি অধীগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন) এর ৪ ধারার অধীনে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নোটিশ জারি করা হইলো যে, বর্ণিত সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণের জন্য প্রস্তাব করা হইয়াছে।
উক্ত সম্পত্তিতে স্বার্থবান যে কোন ব্যক্তি এই নোটিশ জারীর পরবর্তী ১৫(পনের) কার্য দিবসের মধ্যে প্রস্তাবিত সম্পত্তির অধিগ্রহণের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট আপত্তি (যদি থাকে) দায়ের করিতে পারিবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS